কক্সবাজারে পরোয়ানাভুক্ত চার আসামি গ্রেফতার

বিভিন্ন মামলায় পরোয়ানাভুক্ত চার আসামি গ্রেফতার করেছে কক্সবাজার সদর মডেল থানা পুলিশ। সোমবার (১০ মে) রাতে বিভিন্ন এলাকায় বিশেষ অভিযানে তাদের গ্রেফতার করা হয়েছে।
আসামিরা হলেন. সদরের ঝিলংজা দক্ষিণ মুহুরী পাড়ার শাহজাহানের ছেলে মো. রায়হান (২৮), বিসিক শিল্প এলাকার মোকতার আহমেদের ছেলে নারী ও শিশু নির্যাতন মামলার আসামি আবছার (৩৩), সদরের ভারুয়াখালীর ৪নং ওয়ার্ডের আশরাফ মিয়ার ছেলে শরীফুল ইসলাম (৩০) এবং শহরের মোহাজের পাড়ার মোস্তাফিজুর রহমানের ছেলে জসিম উদ্দিন (৩৪)।
মঙ্গলবার (১১মে) দুপুরে এ তথ্য জানিয়েছেন সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মুনীর উল গীয়াস।
তিনি জানান, আসামিদের বিরুদ্ধে অস্ত্র, ছিনতাই, চুরি, ডাকাতির প্রস্তুতি, দ্রুত বিচার আইন, পুলিশের উপর আক্রমণ ও মারামারির ৬/৭ টি মামলা রয়েছে। তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।
আসামি ও অপরাধীদের বিরুদ্ধে পুলিশের অভিযান চলমান থাকবে বলেও জানান ওসি শেখ মুনীর উল গীয়াস।