কক্সবাজারে পর্যটকবাহী জিপ উল্টে একজন নিহত, আহত ১১
কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কে পর্যটকবাহী জিপ উল্টে মমতাজ বেগম (৬০) নামের এক নারী পর্যটক নিহত হয়েছেন। এ ঘটনায় চালকসহ আহত হয়েছে আরো ১০ জন ।
শুক্রবার (৬ জানুয়ারি) রাত ১০টার দিকে মেরিন ড্রাইভ সড়কের হিমছড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মমতাজ বেগম রাজধানীর ওয়ারী এলাকার মৃত রুহুল আমিনের স্ত্রী।
দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে রামু থানার ওসি আনোয়ারুল হোসাইর জানান, উখিয়ার পর্যটন স্পট ইনানী থেকে জিপে করে একই পরিবারের ১২ জন রাতে কক্সবাজার শহরে ফিরছিলেন। গাড়িটি মেরিন ড্রাইভ সড়কের হিমছড়ি পুলিশ ফাঁড়ির সামনে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে চালকসহ ১১ জন আহত হন। স্থানীয়দের সহায়তায় পুলিশ তাদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে পাঠিয়েছে।
হাসপাতালের দায়িত্বরত পুলিশ সদস্যের বরাতে ওসি আরো বলেন, আহতদের হাসপাতাল নেওয়ার আগে পথেই ওই নারী মারা যান। বাকি আহতরা চিকিৎসাধীন রয়েছেন। তাদের মধ্যে তিন জনের অবস্থা আশঙ্কাজনক। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।