কক্সবাজারে পুলিশের ৬৯ জন সদস্য করোনা আক্রান্ত


করোনা আক্রান্ত হলেন কক্সবাজার সদর মডেল থানার ওসি (তদন্ত) মো. খায়রুজ্জামানসহ কক্সবাজার পুলিশের ৬৯ সদস্য।
বুধবার (১৭ জুন) কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাব হতে ওসি তদন্তের টেস্ট রিপোর্ট ‘পজেটিভ’ পাওয়া যায়।
৪/৫ দিন আগে ওসি (তদন্ত) মোঃ খায়রুজ্জামানের শরীরে জ্বর হলে তিনি গত ১৩ জুন স্যাম্পল টেস্টে দেন। চলমান লকডাউনে মানুষকে ঘরে রাখতে মো. খায়রুজ্জামানের মানবিক ভূমিকা ছিলো খুবই প্রশংসনীয়।
এনিয়ে, বুধবার পর্যন্ত জনগণকে মানবিক সেবা দিতে গিয়ে কক্সবাজার জেলা পুলিশের ৬৯ জন সদস্য করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।
করোনা ভাইরাসে আক্রান্ত হওয়া জেলা পুলিশের সকল সদস্যের সুস্থতার জন্য দোয়া চেয়েছেন কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ইকবাল হোসাইন।
ঘটনাপ্রবাহ: কক্সবাজার, করোনাভাইরাস, পুলিশ
Facebook Comment