কক্সবাজারে বনের ভেতর চোলাই মদের কারখানা, আটক ৩
কক্সবাজার জেলার মহেশখালী উপজেলার গহিন বনে গড়ে ওঠা চোলাই মদ তৈরির কারখানায় অভিযান চালিয়ে তিনজনকে আটক করেছে পুলিশ। এ সময় মদ তৈরির উপকরণ উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (৭ জুন) বিকেলে উপজেলার শাপলাপুর ইউনিয়নের লোহারছারা এলাকার বনে এ অভিযান চালানো হয়।
এ সময় তাদের কাছ থেকে দুটি হাড়িতে রক্ষিত ১১০ লিটার চোলাইমদ ও ২৫০ লিটার মদ তৈরির উপকরণ উদ্ধার করা হয়েছে।
তারা হলেন, মহেশখালীর দেবাঙ্গাপাড়ার মৃত ফুল মিয়ার ছেলে রুহুল আমিন (২১), ছোট মহেশখালীর সিপাহীরপাড়ার মৃত আব্দুস সাত্তারের ছেলে ফোরকান মিয়া (৩০) ও বশিরা খোলা এলাকার হাবিব উল্লাহর ছেলে পারভেজ হোছাইন (১৯)।
মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রণব চৌধুরী জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিকেলে বনে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ চোলাইমদ উদ্ধার ও তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
আটক ফোরকান মিয়ার বিরুদ্ধে আগের একটি মাদক মামলা আদালতে বিচারাধীন। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।