parbattanews

কক্সবাজারে বন্যহাতির আক্রমণে কৃষকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার:

কক্সবাজার শহরের চন্দ্রিমা মাঠের বক্তারঝিরি ঘোনায় বন্যহাতির আক্রমণে এক কৃষকের মৃত্যু হয়েছে। নিহতের নাম মোহাম্মদ সেলিম (৩৫)। তিনি একই গ্রামের মৃত ছৈয়দ হোসেনের ছেলে। তাঁর স্ত্রী, তিন ছেলে ও এক কন্যা সন্তান রয়েছে।

শনিবার (৯ জুন) গভীর রাতে এই ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, শনিবার রাত ১টার দিকে একটি বন্যহাতি নিহতের পার্শবর্তী একটি বাগানবাড়িতে হামলা চালায়। খবর পেয়ে সেলিম টর্স লাইট জ্বালিয়ে বাড়ির সামনে বের হতেই ওই হাতিটির সামনে পড়ে যায়। এসময় হাতির শুঁড়ের আঘাতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

স্থানীয় ঝিলংজা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান টিপু সুলতান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘এটি অত্যন্ত দু:খজনক। বিষয়টি আমরা বনবিভাগ ও থানা পুলিশকে অবহিত করেছি।’

Exit mobile version