parbattanews

কক্সবাজারে বাজার মনিটরিংয়ে মোবাইল কোর্ট

পবিত্র রমযানে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে বড় বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করেছে কক্সবাজার জেলা প্রশাসন।

মঙ্গলবার (৭ মে) দুপুরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম জয় এ অভিযান পরিচালনা করেন।

অভিযানে দোকানে তালিকা প্রদর্শণ না করা, অতিরিক্ত মূল্য আদায়, মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রয় প্রভৃতি কারণে লক্ষাধিক টাকা জরিমানা করা হয়। পুরো রমযান মাস জুড়ে এই অভিযান অব্যাহত থাকবে বলে অভিযানকালে জানানো হয়।

অভিযানকালে জেলা মার্কেটিং অফিসার মো. শাহাজাহান, আনসার ব্যাটেলিয়ন এবং পুলিশের টিম উপস্থিত ছিলেন।

Exit mobile version