parbattanews

কক্সবাজারে বিজিবির অভিযানে ১ লাখ বার্মিজ ইয়াবাসহ আটক ৩

কক্সবাজারে অভিযান চালিয়ে ১ লাখ বার্মিজ ইয়াবাসহ ৩ জনকে আটক করেছে কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি)। মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) ভোর ৪টার দিকে উখিয়া উপজেলাধীন ৪নং রাজাপালং ইউপির তুলাতলি বেতবুনিয়া এলাকা থেকে তাদের ইয়াবাসহ আটক করা হয়।

আটকরা হলেন, উখিয়া কুতুপালং এফডিএমএন রোহিঙ্গা ক্যাম্প-১ এর বাসিন্দা মো. আব্দুস সালামের ছেলে মো. আলী হোসেন (৩৪), মৃত শহিদুল্লাহের ছেলে মো. ইউনুস (৩৭), মোঃ হাসু মিয়ার ছেলে মো. হোসেন আহম্মেদ (২৫)।

আটকের সময় তাদের কাছে থেকে ১ লাখ বার্মিজ ইয়াবা উদ্ধার করা হয়।

বিজিবি সূত্রে জানা যায়, কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এর একটি বিশেষ আভিযানিক টহল দল গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত পিলার-৩৯ হতে আনুমানিক ৫ কি. মি. বাংলাদেশের অভ্যন্তরে কক্সবাজার জেলার উখিয়া উপজেলাধীন ৪নং রাজাপালং ইউপির তুলাতলি বেতবুনিয়া নামক স্থানে ফাঁদ পেতে থাকে। উক্ত স্থানে কতিপয় ব্যক্তিকে সীমান্ত এলাকা হতে আসতে দেখে বিজিবি টহলদল তাদেরকে চ্যালেঞ্জ করলে চোরাকারবারিরা দৌঁড়ে পালিয়ে যাওয়ার সময় ৩ জনকে আটক করতে সক্ষম হয় বিজিবি। আটককৃত আসামিদেরকে ইয়াবা’সহ উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে এবং বর্ণিত মামলায় ২ জন পলাতক আসামি রয়েছে।

Exit mobile version