parbattanews

কক্সবাজারে বিজিবির যৌথ চেকপোস্টে অভিযানে বার্মিজ ইয়াবাসহ আটক-২ 

রেজুখাল যৌথ চেকপোস্টে বার্মিজ ইয়াবাসহ ২ জনকে আটক করেছে কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) সদস্যরা।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সাড়ে বারোটার দিকে কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এর রেজুখাল যৌথ চেকপোস্টের সদস্যগণ নিজস্ব সংবাদের ভিত্তিতে ওদের আটক করেন।

কক্সবাজার জেলাধীন রামু উপজেলার ৯নং খুনিয়াপালং ইউপি’র রেজুখাল যৌথ চেকপোস্ট নামক স্থানে টেকনাফ হতে কক্সবাজারগামী সিএনজি তল্লাশী করে ধৃত আসামিসহ (মোঃ এনায়েত উল্লাহ (২০), পিতা-মোঃ জহির আহম্মেদ, গ্রাম-উত্তর লেঙ্গর বিল, পোস্ট-মিঠা পানির ছড়া, থানা-টেকনাফ

অন্যজন মোঃ আব্দুল আমিন (২০), পিতা-মোঃ হোসাইন, গ্রাম-লম্বরী, পোস্ট+থানা-টেকনাফ, উভয়ের জেলা-কক্সবাজার)

সিএনজির ড্রাইভারের সীটের নীচে অতিকৌশলে লুকায়িত অবস্থায় ২৯,৪০,০০০/- টাকা মূল্যের ৯,৮০০ পীস বার্মিজ ইয়াবা, ৪,০০,০০০/- টাকা মূল্যের ১টি সিএনজি, ২০,০০০/- টাকা মূল্যের ২টি মোবাইল ফোন আটক করতে সক্ষম হয়।

আটককৃত মালামালের সর্বমোট মূল্য-৩৩,৬০,০০০/- টাকা। জব্দকৃত মালামালসহ আসামিদেরকে রামু থানায় সোপর্দ করা হয়েছে।

Exit mobile version