কক্সবাজারে বিশ্ব জীববৈচিত্র দিবস পালন
আবদুল্লাহ নয়ন, কক্সবাজার:
‘ওয়াটার এন্ড বায়োডাইভার্সিটি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে কক্সবাজারে উদযাপিত হয়েছে আন্তর্জাতিক ‘জীববৈচিত্র দিবস’। এ উপলক্ষ্যে বুধবার সকাল ১০টায় কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্র থেকে এক বর্ণাঢ্য র্যালী বের হয়। র্যালীটি লাবণী পয়েন্ট মোড় ঘুরে পুনরায় সাংস্কৃতিক কেন্দ্রে গিয়ে এক আলোচনা সভায় মিলিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কক্সবাজার জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিন।
হিমছড়ি জাতীয় উদ্যান সহ-ব্যবস্থাপনা কমিটির সভাপতি আবু মোর্শেদ চৌধুরী’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যদের মধ্যে সাবেক পিটিআই সুপার শিক্ষাবীদ নাছির উদ্দিন, কক্সবাজারস্থ পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক সর্দার শরিফুল ইসলাম, বিভাগীয় বন কর্মকর্তা (দক্ষিণ) বিপুল কৃষ্ণ দাশ, জেলা মৎস্য অফিস’র পরিদর্শক সাখাওয়াত হোসেন, সহ-ব্যবস্থাপনা কমিটির সহ-সভাপতি মনিরুল আলম চৌধুরী প্রমুখ।
সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন ক্লাইমেট রিসাইলেন্ট ইকোসিস্টেম এন্ড লাইভলিহোড (সিআরইএল) প্রকল্পের কক্সবাজারস্থ রিজিওয়ানাল কো-অর্ডিনেটর মোহাম্ম শফিকুর রহমান। ক্লাইমেট রিসাইলেন্ট ইকোসিস্টেম এন্ড লাইভলিহোড (সিআরইএল) প্রকল্প ও কমিউনিটি ব্যাস্ড এ্যাডাপটেশন ইন ইসিএ (সিবিএ-ইসিএ) এ অনুষ্ঠানের আয়োজন করেন। অনুষ্ঠানে শেষে সকালে কুইজ প্রতিযোগিতায় অংশ নেয়া বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।