parbattanews

কক্সবাজারে বৃহস্পতিবার এজতেমা শুরু

কক্সবাজারে তাবলীগ জামায়াতের ইজতেমা বৃহস্পতিবার ফজরের নমাজের পর থেকে শুরু হচ্ছে। সাগর পাড়ের ডায়বেটিস হাসপাতালের পশ্চিম-উত্তর পাশের ঝাউবনে অনুষ্ঠিত হচ্ছে এই এজতেমা।

৭,৮ ও ৯ নভেম্বর ৩দিনব্যাপী এই জেলা ইজতেমা ৯ নভেম্বর দুপুরে আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে বলে জানিয়েছেন আয়োজকরা।

জানাগেছে, প্রতি বছরের ন্যায় এ বছরও তাবলীগ জামাতের জেলা ইজতেমা অনুষ্ঠিত হচ্ছে। ৭ নভেম্বর ফজরের নামাজের পর আম ইবয়ানের মাধ্যমে ইজতেমা আনুষ্ঠানিকভাবে শুরু হবে।

এবারের ইজতেমায় কক্সবাজারের প্রত্যন্ত অঞ্চল থেকে তাবলীগ জামাতের মুরুব্বি, আলেম-ওলামা ও সাথীদের তত্ত্বাবধানে লক্ষ লক্ষ মুসল্লির সমাবেশ হবে বলে জানিয়েছেন আয়োজকরা।

তাবলীগ জামাতের প্রাণ কেন্দ্র ঢাকা কাকরাইলের মুরুব্বী সহ কক্সবাজার তাবলীগ জামাতের মুরুব্বীরা ইজতেমায় বয়ান করবেন। সকলকে দিনের দায়িত্ব নিয়ে আসার আহ্বান জানানো হয়।

জেলা ইজতেমায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিরাপত্তার দায়িত্বে রয়েছে। পাশাপাশি তাবলীগের সাথী নিরাপত্তার দায়িত্ব পালন করবেন। যেকোন দুর্যোগ মোকাবেলায় রয়েছে ফায়ারসার্ভিসও।

Exit mobile version