ঘূর্ণিঝড় মিধিলি:
কক্সবাজারে ভাসমান ট্রলারসহ ১৮ জেলেকে উদ্ধার


ঘূর্ণিঝড় মিধিলির কবলে পড়ে বঙ্গোপসাগরে ভাসামান অবস্থায় মায়ের দোয়া নামে ১টি মাছ ধরার ট্রলারসহ ১৮ জন মাঝিমল্লাহকে উদ্ধার করেছে কোস্টগার্ড।
গতকাল রাতে কক্সবাজারের উপকূলীয় বঙ্গোপসাগর থেকে ট্রলারসহ এসব মাঝিমল্লাহকে উদ্ধার করার পর শহরের নুনিয়া ছড়া কোস্টগার্ডে বিসিজি স্টেশনে নিয়ে আসা হয়।
দুপুরে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ কোস্ট গার্ড পূর্ব জোন কক্সবাজার স্টেশনের লেফট্যানেন্ট কমান্ডার মো. সালমান।
তিনি জানান, ঘূর্ণিঝড় মিধিলির পরবর্তী রাউন্ড দেয়ার সময় বঙ্গোপসাগরে মাঝিমল্লাহসহ বিকল অবস্থায় একটি মাছ ধরার ট্রলার ভাসমান অবস্থায় উদ্ধার করে বিসিজি স্টেশনে নিয়ে আসা হয়। পরে ট্রলার ও মাঝিমাল্লাহকে ট্রলার মালিকের কাছে হস্তান্তর করা হয়েছে।
ঘটনাপ্রবাহ: কক্সবাজার, ঘূর্ণিঝড় মিধিলি, জেলে উদ্ধার
Facebook Comment