পৌরসভা নির্বাচন

কক্সবাজারে মেয়র প্রার্থী সরওয়ার কামালসহ ৬ জনের মনোনয়নপত্র প্রত্যাহার

fec-image

আগামী ১২ জুন অনুষ্ঠিতব্য কক্সবাজার পৌরসভা নির্বাচনে সম্মিলিত নাগরিক ফোরামের মেয়র প্রার্থী সরওয়ার কামালসহ ৬ প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।

বৃহস্পতিবার (২৫ মে) জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার এসএম শাহাদাত হোসেনের কার্যালয়ে হাজির হয়ে প্রার্থীতা প্রত্যাহার করে নেন।

তারা হলেন, ৩ নং ওয়ার্ডে আবুল হোসেন, ৬ নং ওয়ার্ডের মোহাম্মদ শাহজাহান, ১১ নং ওয়ার্ডের সাইফুল ইসলাম, রিদুয়ান রশিদ, ১২ নং ওয়ার্ডের শামিম আহমদ।

নির্বাচন অফিসের তথ্য মতে, কক্সবাজার পৌরসভা নির্বাচনে মেয়র পদে ৭জনসহ মোট ৮৮ প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। সেখানে ৪টি সংরক্ষিত আসনে ১৬ জন এবং সাধারণ সদস্য পদে ৬৫ প্রার্থী।

যাচাই-বাছাই শেষে একজন মেয়র প্রার্থী ও ৪ জন কাউন্সিলর পদপ্রার্থী বাদ পড়েন। ৮৩ জন প্রার্থী বৈধ হয়েছিলেন। সর্বশেষ ২৫ মে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে মেয়র পদে ১ জন ও সাধারণ কাউন্সিলর পদে ৫ জন প্রার্থী নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। সে হিসেবে মোট প্রার্থী থাকছেন ৭৭ জন। সেখানে মেয়র ৫, নারী সদস্য ১৬ এবং সাধারণ সদস্য পদে ৫৬ জন।

মেয়র পদে যারা মাঠে রয়েছেন তারা হলেন, আওয়ামী লীগ মনোনীত মো. মাহবুবুর রহমান চৌধুরী, স্বতন্ত্র মাসেদুল হক রাশেদ, জোসনা হক, জগদীশ বড়ুয়া ও ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মো. জাহেদুর রহমান।

সংরক্ষিত আসন-১ (১,২,৩) শাহেনা আকতার ও ফাতেমা বেগম।

সংরক্ষিত আসন-২ (৪,৫,৬) ইয়াসমিন আকতার, রোকেয়া আকতার কেয়া, জেসমিন আকতার, হেলেনাজ তাহেরা, সাবেকুন্নাহার, চম্পা উদ্দিন।

সংরক্ষিত আসন-৩ (৭,৮,৯) মমতাজ বেগম, সুমা দাশ, রোমেনা আফাজ, জাহেদা আকতার, ছালেহা আকতার, শাহিনা আকতার শাহিন।

সংরক্ষিত আসন-৪ (১০,১১,১২) কোহিনুর ইসলাম, নাছিমা আকতার।

সাধারণ সদস্য তথা কাউন্সিলর পদে ১ নং ওয়ার্ডে জাহিদুল ইসলাম, মো. রিয়াজ উদ্দিন, এসআইএম আকতার কামাল আজাদ, মো. আতিক উল্লাহ, রাহমাত উল্লাহ, আব্দুল মান্নান। ২ নং ওয়ার্ডে এম. জাফর আলম হেলালি, মো. সাহাব উদ্দীন, শাহেদুল আলম, ফাতেমা শারমিন, মিজানুর রহমান। ৩ নং ওয়ার্ডে করিম উল্লাহ, মিঠুন কান্তি দাশ, আমিনুল ইসলাম মুকুল, আবু আদনান সাউদ, মোহাম্মদ আমিনুল ইসলাম হাসান। ৪ নং ওয়ার্ডে আবদুল গাফফার, মো. আবদুল মাজেদ, এহেছান উল্লাহ, মিজানুল করিম, মো. দিদারুল ইসলাম, আব্দুল্লাহ আল মামুন রিয়াদ, শামসুল আলম, ওমর ফারুক, সিরাজুল হক। ৫ নং ওয়ার্ডে সাহাব উদ্দিন সিকদার, মামুনুর রশিদ, মো. তাহের আলম, গোলাম আরিফ লিটন, মোহাম্মদ জীবন। ৬ নং ওয়ার্ডে ওমর সিদ্দিক, ফজল করিম, মো. জাবেদ মোস্তফা, মো. জসিম উদ্দিন। ৭ নং ওয়ার্ডে আশরাফুল হুদা ছিদ্দিকি জামশেদ, ওসমান সরওয়ার টিপু, জাফর আলম, সাফায়াত কামাল (সৌরভ), শামশুল আলম, মো. জাহেদুল হক। ৮ নং ওয়ার্ডে রাজ বিহারী দাশ, বেলাল হোসেন, উজ্জল কর। ৯ নং ওয়ার্ডে জাহেদুল ইসলাম জাহেদ, আবু ওবায়েদ্দীন নাছের, মো. হেলাল উদ্দীন। ১০ নং ওয়ার্ডে সালাহ উদ্দিন সেতু, আবছার কামাল। ১১ নং ওয়ার্ডে নুর মোহাম্মদ, মো. সেলিম রেজা, নজরুল ইসলাম, মো. মহিন উদ্দীন। ১২ নং ওয়ার্ডে এম এ মনজুর, মো: শহিদুল ইসলাম শহিদ, দিদারুল করিম, এনামুল কবির। ২৬ মে প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হবে।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: কক্সবাজার, প্রত্যাহার, মনোনয়নপত্র
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন