কক্সবাজারে যাত্রীবাহী বাস-মাইক্রো সংঘর্ষে নিহত ১


কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের রামু উপজেলার জোয়ারিয়ানালা গুচ্ছ গ্রাম নামক স্থানে যাত্রীবাহী বাস-মাইক্রো মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও ৪ জন আহত হয়েছে।
মঙ্গলবার (৩ মার্চ) বেলা পৌনে ১২টার দিকে চট্টগ্রামগামী মারছা পরিবহনের একটি বাসের (নাম্বার-১১১-২৭৭) সাথে কক্সবাজারমুখী দ্রুতগামী একটি মাইক্রোবাসের সাথে এ দুর্ঘটনাটি ঘটে।
রামু থানার ওসি আবুল খায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।
ওসি জানান, নিহত ব্যক্তির পরিচয় জানা যায়নি। ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে রামু থানায় নিয়ে আসা হয়েছে।
আহতদের কক্সবাজার সদর হাসপাতাল ও রামু হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে। তাদের মধ্যে একজনের অবস্থা আশংকাজনক বলে জানা গেছে।
ঘটনাপ্রবাহ: কক্সবাজার, সড়ক
Facebook Comment