parbattanews

কক্সবাজারে রোহিঙ্গা ডাকাত আটক

কক্সবাজার প্রতিনিধি:

উখিয়ার সিএন্ডবি পুরাতন অফিস এলাকা থেকে র‌্যাব সদস্যরা অভিযান চালিয়ে এক রোহিঙ্গা ডাকাতকে আটক করেছে।

শুক্রবার(২৩ডিসেম্বর) রাত ১১টার দিকে রোহিঙ্গারা ডাকাতির প্রস্তুতির গোপন সংবাদ পেয়ে উখিয়ার সিএন্ডবি পুরাতন অফিস এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

র‌্যাব-৭ কক্সবাজারের কোম্পানি কমান্ডার মেজর মো. রুহুল আমিন জানান, অভিযানে আটক রোহিঙ্গা ডাকাত মো. রশিদুল্লার(২৭) স্বীকারোক্তিমতে পরবর্তীতে আসামির নিকট থেকে দেশীয় তৈরি ২টি ওয়ান শুটারগান, ৫টি ১২ বোর কার্তুজ, ২টি দেশীয় তৈরি কিরিচ উদ্ধার করা হয়।

ধৃত আসামিকে জিজ্ঞাসাবাদে জানায়, সে লেদা শরণার্থী ক্যাম্পের বাসিন্দা। বিভিন্ন সময়ে তারা ওই এলাকায় ডাকাতি করে এবং রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পের লোকজনকে জিম্মি করে টাকা-পয়সা হাতিয়ে নেয়।

উদ্ধারকৃত অস্ত্র-শস্ত্রসহ ধৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

Exit mobile version