parbattanews

কক্সবাজারে শ্রমিক লীগ নেতা নিহতের ঘটনায় ১৯ জনের বিরুদ্ধে মামলা 

কক্সবাজার শহরের প্রবেশদ্বার লিংক রোডে মেম্বার কুদরত উল্লাহ সিকদার ও তার বড় ভাই জেলা শ্রমিকলীগের সভাপতি (প্রয়াত) জহিরুল ইসলাম সিকদারের ওপর গুলিবর্ষণের ঘটনায় ১৯ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।
মঙ্গলবার (৯ নভেম্বর) রাতে কক্সবাজার সদর মডেল থানায় মামলাটি দায়ের করেন গুলিবিদ্ধ মেম্বার কুদরত উল্লাহ সিকদার।
বিষয়টি নিশ্চিত করেছেন সদর মডেল থানার ওসি শেখ মনীর উল গিয়াস। তবে, তদন্তের স্বার্থে আসামিদের নাম প্রকাশ করতে অপারগতা প্রকাশ করেছেন ওসি।
তিনি জানান, আসামিদের ধরতে ইতোমধ্যে পুলিশ অভিযান শুরু করেছে। মামলার সুষ্ঠু তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
গত শুক্রবার (৫ নভেম্বর) রাত ১০ টার দিকে সদর উপজেলার ঝিলংজা ইউনিয়ন পরিষদ নির্বাচনের ৪ নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী কুদরত উল্লাহ সিকদার ও তার ভাই জহিরুল ইসলাম সিকদারকে গুলি করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এ সময় তাদেরকে প্রথমে কক্সবাজার ও পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
রবিবার (৭ নভেম্বার) বেলা পৌনে ১টার দিকে চমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান জহিরুল ইসলাম সিকদার।
কুদরত উল্লাহ সিকদার ও জহিরুল ইসলাম সিকদার কক্সবাজার সদর উপজেলার লিংরোড এলাকার মোহাম্মদ জামাল আহমেদের ছেলে।
উল্লেখ্য, এমন কিছু ঘটনার আশঙ্কা প্রকাশ করে ২৯ অক্টোবর নির্বাচন কর্মকর্তাকে লিখিত অভিযোগ দিয়েছিলেন কুদরত উল্লাহ সিকদার।
প্রতিদ্বন্দ্বি প্রার্থী লিয়াকত আলীও এমন ঘটনার আশঙ্কা প্রকাশ করে পরের দিন অভিযোগ দিয়েছিলেন।
সুষ্ঠু নির্বাচন প্রক্রিয়া ভন্ডুল ও দুই প্রার্থীর মধ্যে বিরোধ লাগিয়ে দিতে তৃতীয় কোনো পক্ষ এ কাজ করেছে কিনা, তদন্তের দাবি করেছে স্থানীয় বাসিন্দারা।
Exit mobile version