কক্সবাজারে সাংবাদিকের উপর হামলাকারী সন্ত্রাসীচক্রের গ্রেফতার দাবি

fec-image

কক্সবাজার জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী পরিষদের সদস্য, ঝিলংজা পশ্চিম হাজিপাড়া জামে মসজিদ ও সমাজ পরিচালনা কমিটির সভাপতি, বিশিষ্ট সাংবাদিক এম.আর মাহবুবের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে কক্সবাজারের সচেতন মানুষ।

শুক্রবার (১৮ জুন) বাদ জুমা কক্সবাজার সদর উপজেলা গেইটস্থ মহাসড়কে প্রতিবাদ মুখর মানববন্ধন কর্মসূচীতে বক্তাগণ বলেন, ঝিলংজার পশ্চিম হাজিপাড়ার ফরিদুল আলমের পুত্র ফারেছ একজন চিহ্নিত ছিনতাইকারী। অস্ত্রধারী এই ফারেছ স্থানীয় কিশোর গ্যাংয়ের লিডার ও ইভটিজিংয়ে জড়িত।

গত ১৫ জুন বিকেলে ফারেছের নেতৃত্বে একদল ছিনতাইকারী বিকাশ ব্যবসায়ী আবদুল মজিদকে পশ্চিম হাজিপাড়া রাস্তার মাথা থেকে অস্ত্র ঠেকিয়ে অপহরণের চেষ্টা চালায়।

এ সময় ছিনতাইকারীদের বাধা দিতে গেলে সন্ত্রাসী ফারেছ হামলে পড়ে সাংবাদিক মাহবুবের উপর। বক্তাগণ, দ্রুত অভিযান চালিয়ে বহু অপকর্মের হোতা, ইয়াবা সেবী ফারেছকে গ্রেফতারের দাবি জানান।

মানব বন্ধনে বক্তব্য রাখেন, সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের সভাপতি ও কক্সবাজার প্রেসক্লাব সহ-সভাপতি সিনিয়র সাংবাদিক মমতাজ উদ্দিন বাহারী, কক্সবাজার সরকারি কলেজের শিক্ষক অধ্যাপক মোহাম্মদ কাশেম, অধ্যাপক সেলিম উল্লাহ, সমাজ নেতা এডভোকেট জাফর আলম, এডভোকেট শাহীন, নুরুল আলম সওদাগর, হারুনর রশিদ সওদাগর, রশিদ আহমদ, হাজি ছৈয়দ নূর, ছাত্র নেতা রাশেদুল করিম রাশেদ, মনির উল্লাহ কুতুবী, সোহেল জাহান, এডভোকেট আবদুল্লাহ প্রমুখ।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন