parbattanews

কক্সবাজারে সাড়ে ৬ লক্ষ ইয়াবা উদ্ধার, গুলিবিদ্ধ একজনসহ ৩ মিয়ানমার আটক

DSC_0071

কক্সবাজার প্রতিনিধি:

কক্সবাজারের টেকনাফ জালিয়ার দ্বীপ ও নাইথং পাড়ায় পৃথক অভিযান চালিয়ে সাড়ে ৬ লক্ষ ইয়াবা উদ্ধার করেছে বিজিবি। এসময় ইয়াবা ব্যবসায়ীদের সাথে বিজিবি’র বন্দুকযুদ্ধে গুলিবিদ্ধ ১জনসহ ৩ মিয়ানমারের নাগরিককে আটক করা হয়। সোমবার ভোরে এ ঘটনা ঘটে।

টেকনাফ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল আবুজার আল জাহিদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে ইয়াবা পাচারের খবর পেয়ে জালিয়ার দ্বীপে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ৫ লাখ ইয়াবা উদ্ধার করা হয়।

পরে নাইথং পাড়ায় মিয়ানমার থেকে বাংলাদেশে আসা ইয়াবা পাচারকারীদের আটকের চেষ্টা করলে। তারা বিজিবিকে লক্ষ্য করে গুলি করে। বিজিবিও পাল্টা গুলি চালায়। এসময় গুলিবিদ্ধ এক ইয়াবা ব্যবসায়ীসহ ৩ জনকে আটক করা হয়। তারা সবাই মিয়ানমারের নাগরিক। আর তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ১ লক্ষ ৫০ হাজার ইয়াবা। সব মিলে সাড়ে ৬ লক্ষ ইয়াবা উদ্ধার করা হয়।  যার আনুমানিক মূল্য সাড়ে ৬ কোটি টাকা। গুলিবিদ্ধকে টেকনাফ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

Exit mobile version