parbattanews

কক্সবাজারে হজ যাত্রীদের প্রশিক্ষণ কোর্স উদ্বোধন

কক্সবাজারে হজ যাত্রীদের প্রশিক্ষণ কোর্স উদ্বোধন হয়েছে। বুধবার (১ জুন) সকালে জেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশনের যৌথ আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. জাহিদ ইকবাল।

তিনি বলেন, হজ যাত্রীরা আল্লাহর মেহমান। আল্লাহ তা’লা তাদের প্রতি দয়া করেছেন বলে হজ করার সুযোগ পেয়েছেন। তারা হজে গিয়ে দেশ ও জাতির উন্নতির জন্য দোয়া করবেন।

ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক ফাহমিদা বেগমের সভাপতিত্বে শহীদ এটিএম জাফর আলম সম্মেলন কক্ষে অনুষ্ঠানে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশিক্ষণ প্রাপ্ত ইমাম সমিতির সভাপতি আলহাজ সিরাজুল ইসলাম সিদ্দিকী, হাব প্রতিনিধি আবদুল মালেক, কুতুবশরীফ দরবার প্রতিনিধি অধ্যক্ষ ইদ্রিচ ও বি.এম.এ কক্সবাজারের সেক্রেটারি ডা. মাহবুবুর রহমান প্রমুখ।

প্রশিক্ষণ কোর্সে কক্সবাজার জেলার মোট ৭৫ জন যাত্রী অংশগ্রহণ করেন। তারা সরকারি ব্যবস্থাপনায় এ বছর পবিত্র হজ করতে যাবেন।

Exit mobile version