কক্সবাজারে হোটেল ও পর্যটন স্পটগুলো ঈদুল আজহা পর্যন্ত বন্ধ থাকবে


কক্সবাজারের হোটেল-মোটেল এবং পর্যটন স্পটগুলো ঈদুল আজহার আগে খোলা হবে না বলে সিদ্ধান্ত নেয়া হয়েছে। করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে এ সিদ্ধান্ত নেয়া হয় বলে জানা গেছে।
শনিবার (১১ জুলাই) কক্সবাজার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সমন্বিত এক সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়।
সকালে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. কামাল হোসেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব হেলালুদ্দীন।
এছাড়াও সভায় উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্যবৃন্দ, জেলা পরিষদ চেয়ারম্যান, পুলিশ সুপার ও কর্মকর্তাবৃন্দ।
ঘটনাপ্রবাহ: ঈদুল আযহা, কক্সবাজার, জেলা প্রশাসক
Facebook Comment