parbattanews

কক্সবাজারে ৩৫২ জন হোম কোয়ারান্টাইন মুক্ত

কক্সবাজার জেলায় হোম কোয়ারান্টাইন থাকা ৪৫৫ জনের মধ্যে ৩৫২ জন কোয়ারান্টাইন মুক্ত হয়েছেন। হোম কোয়ারান্টাইন থেকে মুক্ত হওয়া এদের কারো করোনাভাইরাস এর লক্ষণ পাওয়া যায়নি।

এটি নিশ্চিত করেছেন কক্সবাজারের সিভিল সার্জন ও করোনা ভাইরাস প্রতিরোধ সংক্রান্ত জেলা কমিটির সদস্য সচিব ডা. মাহবুবুর রহমান।

সিভিল সার্জন আরো জানান, আগামী ৩ দিনের মধ্যে এখনো হোম কোয়ারান্টাইনে থাকা ১০৩ জনের কোয়ারান্টাইন পিরিয়ড শেষ হলে কক্সবাজারে কোয়ারান্টাইনে আর কোন লোক থাকবে না।

সিভিল সার্জন ডা. মাহবুবুর রহমান আরো জানান, কক্সবাজারে গত ২৪ মার্চ করোনাভাইরাস জীবাণু ধরা পড়া মোসলিমা খাতুনের সংস্পর্শে আসা চিকিৎসক, নার্স, ক্লিনার, আত্মীয় স্বজন ও অন্যানদের হোম কোয়ারান্টাইন পিরিয়ড ইতোমধ্যে শেষ হয়েছে। তাদের করো শরীরে করোনাভাইরাসের লক্ষণ পাওয়া যায়নি।

তিনি বলেন, এখন কক্সবাজারে কোন বিদেশি ও প্রবাসী আসার সুযোগ না থাকায় হয়ত আর কোয়ারান্টাইনের প্রয়োজন হবে না।

Exit mobile version