parbattanews

কক্সবাজারে ৭,৬০০ পিস ইয়াবাসহ আটক ২

কক্সবাজার জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে ৭,৬০০ পিস ইয়াবা জব্দ করেছে এবং পাচারের অভিযোগে ২ জনকে আটক করা হয়েছে।

বুধবার (১ ফেব্রুয়ারি) ১টার দিকে কক্সবাজার আঞ্চলিক পাসপোর্ট অফিস সংলগ্ন মুক্তিযোদ্ধা মাঠ চত্বর মোড়ে অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়েছে বলে জানান ডিবি পুলিশের অফিসার ইনচার্জ আহমেদ নাসির উদ্দিন মোহাম্মদ।

আটকৃতরা হলেন, চট্টগ্রামের সাতকানিয়া ছদাহা ৫নং ওয়ার্ডের কুর্দ কেঁওচিয়ার মৃত শাহেদ আলীর ছেলে মো. শওকত হোসেন (২৭) ও টেকনাফের মিঠাপানির ছড়া উত্তর লম্বারি নুরুল হকের ছেলে মো. ইসমাইল (২৮)।

তিনি জানান, পুলিশ সুপার মো. মাহফুজুল ইসলামের সার্বিক নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি)’র একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযানে দুইজনকে আটক করা হয়েছে। তাদের নিকট ৭,৬০০ ইয়াবা পাওয়া যায়।

এ সময় তাদের জিজ্ঞাসাবাদে স্বীকার করে যে, তারা টেকনাফ থেকে ইয়াবা সংগ্রহ করে অধিক মূল্যে বিক্রয়ের উদ্দেশ্যে দেশের বিভিন্ন জেলায় নিয়ে যায় ।

অভিযান পরিচালনাকালে ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে ইয়াবা পাচার চক্রের অন্য সদস্যরা পালিয়ে যায়। তবে তাদের আটকের চেষ্টা অব্যাহত আছে।

এ বিষয়ে সদর থানায় নিয়মিত মামলা করা হয়েছে বলে জানিয়েছেন ডিবির ওসি আহমেদ নাসির উদ্দিন মোহাম্মদ।

Exit mobile version