parbattanews

কক্সবাজারে ৯ ছিনতাইকারী আটক

কক্সবাজার প্রতিনিধি:

কক্সবাজার সদর মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে ৯ সশস্ত্র ছিনতাইকারী গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার(২৮ ডিসেম্বর) ভোরে কক্সবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ রনজিত কুমার বড়ুয়ার নেতৃত্বে একদল পুলিশ শহরের কলাতলীস্থ চন্দ্রিমা মাঠ এলাকায় অভিযান চালিয়ে ৬টি ছোরা, ৫টি মুখোশ  ও ৭টি লোহার রডসহ তাদের গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হলেন, পেশকার পাড়ার আবদুল করিম এর ছেলে খালেকুজ্জামান, ছাহিল, ছানি (২০), মধ্যম বাহারছড়ার মৃত মো. হানিফ এর ছেলে নিহাত (২০), লাইট হাউজ পাড়ার শুক্কুর মিয়ার ছেলে মো. রুবেল (২২), বাহারছড়া এলাকার কেরামত আলীর ছেলে মহিউদ্দিন বাপ্পা (২০), পেকুয়া থানার উলিদিয়া, সবুজ বাজার এলাকার আবুল কাশেম কসাই এর ছেলে আকাশ (২০), বাদশা ঘোনার এলাকার নুর আলীর ছেলে আলী আকবর(২০), সৈকত পোস্ট অফিস এলাকার আবদুছ সবুর এর ছেলে মিশাল আবিদ (২০), ঝাউতলা গাড়ির মাঠ এলাকার মৃত সেলিম এর ছেলে শাখাওয়াত হোসেন হৃদয় (২০) এবং মৃত জামাল এর ছেলে শফিউল ইসলাম  শফি(১৯),

কক্সবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ রনজিত কুমার বড়ুয়ার নেতৃত্বে ইন্সপেক্টর (তদন্ত) কামরুল আজম, ইন্সপেক্টর মাইন উদ্দিন (অপারেশন), ইন্সপেক্টর আতিকুর রহমান, এসআই মো. খালেদ, এসআই দেবব্রত রায়, এসআই দীপক কুমার সিংহ, এএসআই প্রভাকর বড়ুয়া, এএসআই দেলোয়ার হোসেন, এএসআই মো. রাশেদ ও সঙ্গীয়  অফিসার ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার পৌরসভার কলাতলীস্থ হাইওয়ে রেস্ট হাউজ সংলগ্ন দক্ষিণ পশ্চিমাংশে চন্দ্রিমা মাঠে যাওয়ার পথে রাস্তার পশ্চিম পাশে ডাকাতি প্রস্তুতি কালে বৃহস্পতিবার ভোর রাতে অস্ত্র-শস্ত্রসহ উল্লেখিত ডাকাতদের আটক করা হয়। ধৃত ডাকাতদের কাছ থেকে ৬টি ছোরা, ৫টি মুখোশ, ৭টি লোহার রড উদ্ধার করা হয়।

এব্যাপারে কক্সবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ রনজিত কুমার বড়ুয়া জানান, ধৃত ডাকাতদের বিরুদ্ধে ডাকাতি, ছিনতাই, দস্যুতার অভিযোগে একাধিক মামলা রয়েছে। তিনি আরো জানান, কক্সবাজার শহর ও শহরতলীর পর্যটকসহ সকল নাগরিকের নিরাপত্তা বিধানে পুলিশের বিভিন্ন টিমের এই অভিযান অব্যাহত আছে।

উল্লেখ্য, গত ২৬ ও ২৭ ডিসেম্বর অর্থাৎ মঙ্গল ও বুধবার ২৪জন ছিনতাইকারীকে গ্রেফতার করেছে সদর মডেল থানা পুলিশ।

Exit mobile version