parbattanews

টেকনাফে পুলিশের গুলিতে মেজর নিহতের ঘটনায় কক্সবাজার আদালতে হত্যা মামলা দায়ের

টেকনাফে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খানকে গুলি করে হত্যার অভিযোগে কক্সবাজার আদালতে পুলিশের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।

টেকনাফ কোর্টের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে দায়ের করা এই মামলার বাদি হয়েছেন মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খানের বোন শারমিন আক্তার।

মামলায় শামলাপুর পুলিশ ফাঁড়ির আইসি এসআই লিয়াকত হোসনকে ১ নং ও টেকনাফ থানার ওসি প্রদীপকে ২ নং আসামি করে ওই পুলিশ ফাঁড়ির অন্যানয় ৭জনসহ ৯ জনকে আসামি করা হয়েছে।

আদালত মামলাটি সরাসরি গ্রহণ করে তদন্তের জন্য পুলিশকে না দিয়ে সরাসরি র‍্যাব-১৫ এর সিওকে দেয়া হয়েছে।

আগামী ৭ কর্ম দিবসের মধ্যে মামলার অগ্রগতি জানানোর জন্য বলা হয়েছে।

এদিকে কক্সবাজার আদালতে মামলার কার্যক্রম সম্পন্ন করার জন্য বুধবার (৫ আগস্ট) সকাল সাড়ে নয়টার দিকে মেজর সিনহার বোন শারমিন শাহরিয়া‘সহ পরিবারের সদস্যরা কক্সবাজার আদালতে এসে হাজির হন।

জেলা আইনজীবী সমিতির সিনিয়র সদস্য অ্যাডভোকেট মুস্তফার চেম্বার এ মামলার কার্যক্রম সমাপ্ত করে তারা টেকনাফ সিনিয়র ম্যাজিস্ট্রেট আদালতে হত্যা মামলাটি দায়ের করেন।

এসময় কক্সবাজার আদালত প্রাঙ্গণে উৎসুক জনতার সৃষ্টি হয়।

Exit mobile version