কক্সবাজার ঈদগাহ মাঠে শুরু হয়েছে আন্তর্জাতিক ক্বেরাত সম্মেলন

fec-image
কক্সবাজার কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে বাংলাদেশসহ ৬ টি দেশের ক্বারীদের মিলনমেলা বসছে আজ।
রবিবার (২ ফেব্রুয়ারি ) বাদ আসর থেকে আনুষ্ঠানিকতা শুরু হয় এই মাহফিলের।
আন্তর্জাতিক কুরআন তিলাওয়াত সংস্থা (ইক্বরা)- এর আয়োজনে ৪র্থ আন্তর্জাতিক ক্বেরাত সম্মেলনে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করবেন বাংলাদেশ, ইরান, মিশর, মরক্কো, থাইল্যান্ড ও তুরস্কের খ্যাতনামা কারীগণ।
ঈদগাহ ময়দান ছাপিয়ে বীর শ্রেষ্ট রুহুল আমিন স্টেডিয়ামের ভেতরে স্থাপন করা হয়েছে এলইডি প্রজেক্টর। মাহফিলে অমুসলিমদের বসার ও কোরআন শুনার বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে।
মাহফিলের নিরাপত্তায় স্থানীয় প্রশাসনের পাশাপাশি আয়োজকদের নিজস্ব নিরাপত্তকর্মীরা নিয়োজিত থাকবে বলে জানান আয়োজকরা।
এতে পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করবেন আন্তর্জাতিক স্বীকৃতিপ্রাপ্ত বাংলাদেশের ক্বারী শাইখ আহমাদ বিন ইউসুফ আল-আযহারী, ইরানের ক্বারী কারীম মানসূরী, মিসরের শাইখ আদিল আল-বায, মরক্কোর শাইখ আহমাদ আল-খালদী, থাইল্যান্ডের ক্বারী মুয়ায মুস্তফা, তুরস্কের ক্বারী হুসাইন তুরকান।
হামদ ও নাত সন্ধ্যায় থাকছেন -জাতীয় পুরস্কারপ্রাপ্ত শিল্পী, সুরকার ও গীতিকার ওবায়দুল্লাহ, জনপ্রিয় কণ্ঠশিল্পী ও মিডিয়া ব্যক্তিত্ব মুনাইম বিল্লাহ এবং চাঁদপুরের সাড়া জাগানো শিশু শিল্পী জাহিদুল্লাহ জামী।
Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: কক্সবাজার, কুরআন, ক্বারী
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন