কক্সবাজার জেলা পরিষদ নির্বাচনে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ সম্পন্ন


সারা দেশের ন্যায় কক্সবাজারেও জেলা পরিষদ নির্বাচন শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। সোমবার (১৭ অক্টোবর) সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত একযোগে জেলার ৯টি কেন্দ্রে ইভিএম পদ্ধতিতে ৯৯৪ জন ভোটার তাদের ভোট প্রদান করেন।
ভোট গ্রহণ শেষে স্বতন্ত্র প্রার্থী জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সহ-সভাপতি শাহীনুল হক মার্শাল (আনারস) প্রতীক নিয়ে ৫৩৫ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মেস্তাক আহমদ চৌধুরী পেয়েছেন ৩৮৫ ভোট।
কক্সবাজার জেলা পরিষদের এবারের নির্বাচনে ৪ জন চেয়ারম্যান প্রার্থী, ৩টি সংরক্ষিত মহিলা ওয়ার্ডে ১১ জন ও ৯টি সাধারণ পুরুষ ওয়ার্ডে ৩৩ জন প্রার্থী ভোটযুদ্ধে অংশ নেয়।
ঘটনাপ্রবাহ: কক্সবাজার, নির্বাচন, ভোটগ্রহণ
Facebook Comment