কক্সবাজার জেলা শিবিরের সাবেক সভাপতি গ্রেফতার
এলএলবি পরীক্ষা দিয়ে হল থেকে বের হয়ে বাসায় ফেরার পথে ইসলামী ছাত্র শিবির কক্সবাজার জেলা শাখার সাবেক সভাপতি কামরুল ইসলামকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে কক্সবাজার সিটি কলেজ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি ওই কলেজে এলএলবি পরীক্ষা দিতে এসেছিলেন।
ধৃত কামরুল ইসলাম কক্সবাজারের মহেশখালী উপজেলার কালারমারছড়া ইউনিয়নের আধারঘোনা এলাকার আবদু শুক্কুরের পুত্র।
কক্সবাজার পুলিশ সুপারের কার্যালয় সুত্র বলছে, কামরুল ইসলামকে গত ১৫ এপ্রিল হাশেমিয়া মাদ্রাসা এলাকায় পুলিশের সাথে ছাত্র শিবির ও জনতার সংঘর্ষে জড়িত থাকার সন্দেহে গ্রেফতার করা হয়েছে।
Facebook Comment