parbattanews

কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়ক ২ ঘন্টা পর সচল

কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের হিমছড়িতে পাহাড় ধ্বসের ঘটনা ঘটেছে। মাটি চাপায় আহত হয়েছে ১৮ জন। মঙ্গলবার বিকাল ৪টায় এ ঘটনা ঘটে। পাহাড়ের মাটি পড়ায় মেরিনড্রাইভ সড়কে যোগাযোগ প্রায় ২ ঘন্টা বন্ধ থাকে।

জানাযায়, অতি বৃষ্টির কারণে মেরিন ড্রাইভ লাগোয়া পাহাড়ে ধ্বস হয়। এতে মাটি চাপা পড়ে যায় ১৮ জন। খবর পেয়ে দ্রুত তাদের উদ্ধার করতে সক্ষম হন সেনাবাহিনীর ১৬ ইসিবির সদস্যরা। উদ্ধার করে সবাইকে কক্সবাজার সদর হাসপাতালে পাঠিয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা অত্যন্ত সঙ্কটাপন্ন বলে কক্সবাজার সদর হাসপাতাল সূত্রে জানা গেছে।

আহতদের পরিচয় তাৎক্ষণিক পাওয়া যায়নি। সবাই গাড়ির যাত্রী ছিলো বলে ধারণা করা হচ্ছে। কয়েকটি সিএনজি অটোরিক্সার যাত্রী ছিলো তারা- এমন তথ্য পাওয়া গেছে।

ঘটনাস্থলে ধুমড়ে-মুচড়ে যাওয়া দুটি সিএনজি অটোরিক্সা দেখতে পেয়েছেন প্রত্যক্ষদর্শীরা। এদিকে পাহাড় ধসের বিপুল মাটি জমে মেরিনড্রাইভ সড়কে যান চলাচল সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়। উভয় পাশে আটকা পড়ে শত শত গাড়ি। ১৬ ইসিবির প্রকৌশল বিভাগের কর্মীরা মাটি সরালে প্রায় ২ ঘন্টা পর সড়ক যোগাযোগ আবার সচল হয়।

Exit mobile version