parbattanews

কক্সবাজার পৌরসভায় সুষ্ঠু নির্বাচনে বিএনপির শঙ্কা

নিজস্ব প্রতিনিধি, কক্সবাজার:

ধানের শীষের কর্মীদেরকে হুমকি-ধমকি দিয়ে পোষ্টার-ব্যনার ছিড়ে ফেলা হচ্ছে বলে অভিযোগ এনে সুষ্ঠু, সুন্দর ও উৎসব মূখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠানের দাবি জানান বিএনপি নেতারা।

শনিবার (১৪ জুলাই) সকালে জেলা বিএনপি কার্যালয়ে এক সংবাদ সম্মলনে এই দাবি জানানো হয়।

সেইসঙ্গে, নৌকা মার্কার প্রার্থী নির্বাচনী আচরণ-বিধি লঙ্ঘন করে প্রচারণা চালালেও নির্বাচন কমিশন তা দেখছেনা বলেও অভিয়োগ করেন তারা।

বিএনপি নেতারা দাবি জানিয়ে বলেন, শুধু একজন প্রার্থীর ওয়ার্ডে ইভিএম চালু না করে সব প্রার্থীর ওয়ার্ডে ইভিএম পদ্ধতি চালু করুন।

সংবাদ সম্মলনে হুশিয়ারী উচ্চারণ করে বিএনপি নেতারা বলেন, কক্সবাজার এখন বিশ্ববাসীর শহর। এখানে নির্বাচনে অনিয়ম হলে সারা বিশ্বে বাংলাদেশের বদনাম হবে।

সাবেক এমপি লুৎফুর রহমান কাজল প্রশ্ন রেখে বলেন, ইভিএম পদ্ধতি এক ওয়ার্ডে কেন, সব ওয়ার্ডে করা হউক। এতে তারা সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কায় ভুগছেন বলে জানান।

জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি শাহজাহান চৌধুরীর সভাপতিত্বে এই সংবাদ সম্মেলনে কুতুবদিয়া উপজেলা চেয়ারম্যান নূরুল বশর চৌধুরী, এড. শামীম আরা স্বপ্না, রাশেদ মুহাম্মদ আলী ও ইউসুপ বদরীসহ নেতারা বক্তব্য রাখেন।

Exit mobile version