parbattanews

কক্সবাজার পৌর নির্বাচনে সেনা মোতায়েন করা না হলে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর হুমকি জাপা প্রার্থীর

বিশেষ প্রতিনিধি, কক্সবাজার:

আগামী ২৫ জুলাই কক্সবাজার পৌর নির্বাচনের ভোট গ্রহণের দিন যতই ঘনিয়ে আসছে ততই পরিবেশ ঘোলাটে হয়ে উঠছে।

সুষ্ঠু ভোট গ্রহণের নিশ্চয়তার ব্যবস্থা না নিলে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের মেয়র প্রার্থী রুহুল আমিন সিকদার।

তার দাবি, সরকারদলীয় প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও সমর্থকরা নির্বাচনী প্রচারণায় বাধা দিচ্ছে। তাদের প্রতাপ প্রভাবে সাধারণ ভোটাররা আতঙ্কিত হয়ে ওঠেছে। এমন অবস্থা বিরাজমান থাকলে জনগণের ভোটাধিকারের সুষ্ঠু প্রতিফলন ঘটবে না। তাই ভোটের অন্তত ৪৮ ঘণ্টা আগে সকল ভোটকেন্দ্রের আশপাশে নিরাপত্তা জোরদার করতে হবে। নির্বাচনী এলাকায় বহিরাগত অনুপ্রবেশ ঠেকাতে হবে।

শনিবার দুপুরে কক্সবাজার শহরের আলীর জাঁহালস্থ প্রধান নির্বাচনী কার্যালয়ে জনাকীর্ণ সংবাদ সম্মেলনে আশঙ্কার কথাটি জানিয়েছেন বিরোধী দলের এ মেয়রপ্রার্থী।

জেলা জাপার সাংগঠনিক সম্পাদক ও মেয়রপ্রার্থী রুহুল আমিন সিকদার বলেন, চেয়ারের চেয়ে যেন রক্ত দামী হয়েগেছে। ক্ষমতার চেয়ারের জন্য কারো রক্ত ঝরুক, মায়ের বুক খালি হোক- তা আমি চাই না। ভোটের ময়দানে শকুনের থাবা দেখা যাচ্ছে। নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নস্যাতের অপচেষ্টা চালাচ্ছে একটি চক্র।

Exit mobile version