parbattanews

কক্সবাজার বেতারে ইমামদের দু’দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা

উখিয়া প্রতিনিধি:

শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক যোগাযোগ কার্যক্রমের আওতায় ধর্মীয় নেতৃবৃন্দের উন্নয়ন যোগাযোগ মিডিয়া ব্যবহারের দক্ষতা বৃদ্ধি ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে দুই দিনব্যাপী  ইমামদের জন্য মিডিয়া প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

সমাজের গুরুত্বপূর্ণ সব বিষয়ে এদেশের আপামর জনসাধারণকে সচেতন, সরকারের উন্নয়ন কর্মকাণ্ডে সম্পৃক্তকরণের লক্ষ্যে ইমামদের সচেতনতামূলক এ প্রশিক্ষণ কর্মশালা ২০ মার্চ ২০১৯ থেকে ২১ মার্চ ২০১৯ , দুই দিনব্যাপী বাংলাদেশ বেতার , কক্সবাজার কেন্দ্রে অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ বেতার, কক্সবাজার কেন্দ্রের আঞ্চলিক পরিচালক মো. মাহফুজুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত এ প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের পরিকল্পনা ও আইসিটি বিভাগের পরিচালক রফিক-উল ইসলাম। বাংলাদেশ বেতার , কক্সবাজারের উপ-আঞ্চলিক পরিচালক মো. ফকরুল করিমের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  ইউনিসেফ কক্সবাজারের ফর ডেভলপমেন্ট স্পেশালিস্ট মো. আলমগীর। এতে কক্সবাজার অঞ্চলের বিভিন্ন মসজিদের ইমামগণ প্রশিক্ষণার্থী হিসেবে উপস্থিত ছিলেন।

Exit mobile version