parbattanews

কক্সবাজার-মহেশখালী নৌ পথে স্পিড বোট দুর্ঘটনায় শিশুসহ নিখোঁজ-৩, আহত ৮

মহেশখালী প্রতিনিধি:

কক্সবাজার মহেশখালী নৌ পথে বাকঁখালী নদীতে স্পিড বোট দুর্ঘটনায় পর্যটকসহ ৮জন আহত হয়েছে এবং শিশুসহ  ৩জন নিখোঁজ রয়েছে। সোমবার(৮জানুয়ারি) দুপুর ১২টায় বাকখাঁলী নৌ চ্যানেলে দুর্ঘটনাটি ঘটেছে।

স্পিড বোটে থাকা মহেশখালী যাত্রী আকাশ জানান, ১১টা ৫০মিনিট এর সময় কক্সবাজারের ৬নং ঘাট থেকে ১১জন যাত্রী নিয়ে আমাদের বোটটি মহেশখালীর উদ্দেশ্যে রওনা হয়। পথিমধ্যে বাকখাঁলী নদী ড্রেজিং করতে আসা একটি ট্রলির সাথে ধাক্কা লেগে বোটে থাকা সকল যাত্রী পানিতে পড়ে যায়।

আহত যাত্রীদের বেশির ভাগ পর্যটক বলে জানা গেছে। আহত অবস্থায় কোন রকমে ৮জনকে জিবিত উদ্ধার করা গেলেও ২শিশুসহ ড্রাইভার নিখোঁজ রয়েছে। কক্সবাজারের ফায়ার সার্ভিস, ডুবুরি ও জেলা প্রশাসনের উদ্যেগে বাকখাঁলী নদীতে উদ্ধার অভিযান চলছে। প্রাথমিক ভাবে নিখোঁজদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

এদিকে দীর্ঘদিন ধরে স্পিড বোটের হেলপার দিয়ে বোট চালানোর ফলে প্রতি নিয়ত ঘটছে দুর্ঘটনা। এই বিষয়ে কর্তৃপক্ষের কোন ধরনের মাথাব্যথা নেই।

গত ১ মাসে মহেশখালী কক্সবাজার নৌ পথে ৭টি স্পিড বোট দুর্ঘটনা ঘটে।

 

Exit mobile version