কক্সবাজার শহরে একজনকে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা


কক্সবাজার শহরের পাহাড়তলির ইসুলুর ঘোনায় আবু সৈয়দ (৬৫) প্রকাশ বিডিআর সৈয়দকে জবাই করে হত্যা করেছে দুর্বত্তরা।
শনিবার (১৮ এপ্রিল) রাতে শহরের পূর্বপাহাড়তলীতে এ ঘটনা ঘটে।
জানাযায়, ইয়াবা পাচারে বাড়ির পাশের রাস্তা ব্যবহার করলে চলাচলে বাধা দেয়ায় শহরের চেয়ারম্যানঘাটার আটা কালুর পরিবারের সাথে সংঘর্ষ হলে ওই পরিবারের লোকজন বিডিআর সৈয়দের পরিবারের উপর অতর্কিত হামলা করে।
এ ঘটনায় বিডিআর সৈয়দের পুত্র মো. জুয়েল (৩৪), জুনু বেগম (৪০) ও খুরশেদ আলম (৪০) গুরুতর জখম হয়ে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। খবর পেয়ে কক্সবাজার মডেল থানার একদল পুলিশ ঘটনাস্থলে রয়েছে। এ ঘটনায় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।
ঘটনাপ্রবাহ: হত্যা
Facebook Comment