কক্সবাজার শহরে পুলিশের সাঁড়াশি অভিযান, আটক ৪১
কক্সবাজার শহরের বিভিন্ন এলাকায় সাঁড়াশি অভিযান চালিয়ে সন্দেহভাজন ৪১ জনকে আটক করেছে পুলিশ। শনিবার (৩০ এপ্রিল) দিবাগত রাতে অভিযানটি চালানো হয়।
আটককৃতদের মধ্যে চিহ্নিত অপরাধীও রয়েছে। বিভিন্ন স্কুল, বিশ্ববিদ্যলয় পড়ুয়া ছাত্র। তারা বর্তমানের সদর মডেল থানা হেফাজতে রয়েছে।
যাচাই বাছাই শেষে কেউ নিরপরাধ প্রমাণ হলে তাকে অভিভাবকের জিম্মায় হস্তান্তর করা হবে।
অভিযানের তথ্যটি নিশ্চিত করেন কক্সবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মুনীর উল গীয়াস।
তিনি বলেন, আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে সাঁড়াশি অভিযান শুরু করেছে পুলিশ। সম্ভাব্য স্থানে তল্লাশি চৌকি বসানো হয়েছে। যাদের গতিবিধি, আচরণ সন্দেভাজন মনে হয় তাদের আটক করা হচ্ছে। তবে, নিরপরাধ কেউ হয়রানির শিকার হবে না।
আইন শৃঙ্খলা রক্ষায় পুলিশের অভিযান অব্যাহত থাকবে। এতে সর্বমহলের সহযোগিতা কামনা করেছেন ওসি শেখ মুনীর উল গীয়াস।