parbattanews

কক্সবাজার সদরে টেস্ট বাড়াতে করোনা রোগীও বাড়ছে

কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে ৫৮৬ জনের নমুনা টেস্টে পজিটিভ আসে ১০১ জনের রিপোর্ট। এদের মধ্যে কক্সবাজার সদরে ‘পজিটিভ’ রিপোর্ট এসেছে ৬৩ জনের। যাদের মধ্যে ছিল ৩ জন ফলোআপ রোগীও।

কক্সবাজার সদরে যেন টেস্ট বাড়লে রোগীও বাড়ছে, আবার টেস্ট কমলে রোগীও কমছে।

মঙ্গলবার (২৩ জুন) নমুনা পরীক্ষা হয়েছিল ২১ জনের। আর তাতে সদরে ‘পজিটিভ’ রিপোর্ট আসে ৩ জনের।

বুধবার (২৪ জুন) ৫৮৬ জনের নমুনা টেস্টে পজিটিভ আসে ১০১ জনের রিপোর্ট। এর মধ্যে সদরেই রয়েছে ৬৩ জন।

বুধবারের টেস্টে করোনা ‘পজিটিভ’ আসা ১০১ জনের মধ্যে নতুন শনাক্ত ৯৮ জন। এদের মধ্যে কক্সবাজার জেলায় ৮৮ জন, পার্বত্য বান্দরবান জেলায় ৭ জন, চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় দুইজন ও রোহিঙ্গা শরণার্থী শনাক্ত হয়েছেন একজন।

কক্সবাজার মেডিকেল কলেজ অধ্যক্ষ ডা. অনুপম বড়ুয়া ও কলেজের ক্লিনিক্যাল ট্রপিক্যাল মেডিসিন বিভাগের সহকারি অধ্যাপক ডা. মোহাম্মদ শাহজাহান নাজির এই তথ্য নিশ্চিত করেছেন।

তাদের দেয়া তথ্য মতে, বুধবার নতুন শনাক্ত হওয়া রোগীদের মধ্যে কক্সবাজার সদরে ৬৩ জন, রামু উপজেলায় ৫ জন, উখিয়া উপজেলায় ৪ জন, টেকনাফ উপজেলায় একজন, চকরিয়া উপজেলায় ৫ জন।

পেকুয়া উপজেলায় দুইজন, মহেশখালী উপজেলায় একজন ও কুতুবদিয়া উপজেলায় ৭ জন এবং বান্দরবান জেলায় ৭ জন, চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় দুইজন ও রোহিঙ্গা শরণার্থী শিবিরে একজন রয়েছেন।

Exit mobile version