parbattanews

কক্সবাজার সদর হাসপাতালে অগ্নিকাণ্ড, রোগীর মৃত্যু

কক্সবাজার জেলা সদর হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় চিকিৎসাসেবা ব্যাহত হয়েছে। ভীতিকর পরিস্থিতিতে চিকিৎসার অভাবে একজন রোগি মারা গেছে। তার পরিচয় জানা যায় নি।

বুধবার (২৭ জানুয়ারি) বিকাল সাড়ে ৫টার দিকে হাসপাতালের নীচতলার একটি কক্ষ থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

এদিকে, অগ্নিকাণ্ডের খবর ছড়িয়ে পড়লে মুহুর্তের মধ্যে পুরো হাসপাতালজুড়ে ভীতিকর পরিস্থিতি সৃষ্টি হয়। ভর্তি রোগীরা জীবন বাঁচানোর তাগিদে দ্রুত হাসপাতাল ত্যাগ করে পার্শ্ববর্তী বিভিন্ন হাসপাতালে চলে গেছে। হাসপাতালে সড়কের বিভিন্ন পথে অবস্থান নিয়েছে অনেক রোগী। থেকে যাওয়া রোগীদের হাসপাতালের জরুরি বিভাগের সামনে চিকিৎসা দিতে দেখা গেছে।

কর্তব্যরত চিকিৎসক, নার্সরা রোগীদের সেবা নিশ্চিত করছেন। পাশাপাশি রেডক্রিসেন্ট কর্মীদের তৎপরতা চোখে পড়েছে।

কক্সবাজার ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. আব্দুল্লাহ জানান, খবর পাওয়ার সাথে সাথে তারা আগুন নিয়ন্ত্রণে কাজ করে। ঘন্টাখানেকের মধ্যে আগুন সম্পূর্ণ নেভানো সম্ভব হয়েছে। হাসপাতালের নিচ তলার একটি কক্ষ থেকে আগুনের সূত্রপাত।
তবে, হতাহতের বিষয়ে জানাতে পারেননি তিনি।

সিভিল সার্জন ডাঃ মাহবুবুর রহমান জানান, একটি পরিত্যক্ত কক্ষ থেকে আগুনের সূত্রপাত। ঘটনার পরপরই রোগীদের নিরাপদে সরিয়ে নেয়া হয়েছে। জরুরি বিভাগের বহিরাঙ্গণে চিকিৎসাসেবা চলছে। তবে, ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয় করা হয়নি।

Exit mobile version