কক্সবাজার সমুদ্র সৈকতে অবমুক্ত করা হয়েছে ২৭০ কাছিম ছানা

fec-image

কক্সবাজার সমুদ্র সৈকতে অবমুক্ত করা হয়েছে ২৭০ কাছিম ছানা।

শুক্রবার (২৪ মার্চ) সকালে কক্সবাজার সমুদ্র সৈকতের প্যাঁচার দ্বীপে ২-৩ দিনের বয়সী কাছিম ছানাগুলো অবমুক্ত করা হয়। সমুদ্রের বালিয়াড়ীতে মা’ কাছিমের পেড়ে যাওয়া সংগ্রহীত ডিম ৬০ থেকে ৬৫ দিন হ্যাচারিতে রেখে বাচ্চা ফুটানো হয়েছে।

কক্সবাজার দক্ষিণ বন বিভাগের তত্ত্বাবধানে ইউএসএআইডির অর্থায়নে নেচার কনজারভেশন ম্যানেজমেন্টের (নেকম) ইকো লাইফ প্রকল্পের কাছিম হ্যাচারিতে ডিম থেকে এই বাচ্চাগুলো ফোটানো হয়।

এ সময় নেকমের কক্সবাজারের ব্যবস্থাপক আবদুল কাইয়ুম জানান, কক্সবাজার সমুদ্র সৈকতের প্যাঁচার দ্বীপ, শীলখালী দ্বীপ ও শাহপরীর দ্বীপে ৩ টি কচ্ছপের হ্যাচারিতে এ বছর ৭ হাজার ৫২৮ টি ডিম সংগ্রহ করা হয়েছে। সৈকতের ৫৮ টি স্পটে কচ্ছপ ডিম পেড়েছে। আরও কয়েক দিন ডিম দিতে আসবে কচ্ছপ। এর মধ্যে প্যাঁচার দ্বীপে ১৮টি কচ্ছপ দুই হাজার ৩০টি ডিম দিয়েছে, শীলখালীতে ৯টি কচ্ছপ ১ হাজার ২৩৯টি ও শাহপরীর দ্বীপে ৩১টি কচ্ছপ ৪ হাজার ২৫৯টি ডিম দিয়েছে।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: অবমুক্ত, কক্সবাজার, কাছিম ছানা
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন