কক্সবাজার সৈকতে দুই রোহিঙ্গা ছিনতাইকারী আটক

fec-image

পর্যটকদের নিকট থেকে ছিনতাইকালে কক্সবাজার সমুদ্র সৈকত থেকে রোহিঙ্গাসহ দুই ছিনতাইকারীকে আটক করেছে টুরিস্ট পুলিশ।

তারা হলো -উখিয়ার কুতুপালং ১৭ নং রোহিঙ্গা ক্যাম্পের ১১০ নং ব্লকের ওমর হাকিমের ছেলে জাহিদ (৩০) ও কক্সবাজার সদরের ঈদগাঁও ফাসিয়াখালী এলাকার নুরুল আলমের ছেলে গিয়াস উদ্দিন (২২)।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) দিবাগত রাত ৯ টার দিকে শৈবাল পয়েন্ট সংলগ্ন বীচ থেকে তাদেরকে হাতেনাতে আটক করা হয় বলে জানিয়েছেন ট্যুরিস্ট পুলিশের ইন্সপেক্টর শাকের আহমেদ।

এ সময় তাদের কাছ থেকে তিনটি মোবাইল সেট ও ৩টি উন্নতমানের চাকু উদ্ধার করা হয়। আটক দুই ছিনতাইকারীকে মোবাইল কোর্টের মাধ্যমে সাজা প্রদান করা হয়েছে।

ইন্সপেক্টর শাকের আহমেদ জানান, কুমিল্লার বুড়িচং থানার কুসুমপুর গ্রামের মোশাররফ হোসেনসহ পাঁচজন পর্যটক থেকে ছিনতাইকালে হাতেনাতে দুই ছিনতাইকারীকে আটক করা হয়।

ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার জোনের এসপি জিল্লুর রহমান জানান -চুরি, ছিনতাই, পর্যটক হয়রানিসহ যাবতীয় অপরাধ রোধে ট্যুরিস্ট পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। অপরাধ করে কেউ পার পাবে না।

কোন পর্যটক হয়রানি কিংবা অপরাধ দেখলে সাথে সাথে পুলিশকে জানানোর জন্য অনুরোধ করেন এসপি জিল্লুর রহমান।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: আটক, ছিনতাই, পর্যটক
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন