কক্সবাজার সৈকতে পর্যটকের হারানো মোবাইল উদ্ধার করেছে ট্যুরিস্ট পুলিশ
কক্সবাজার সমুদ্র সৈকতে বেড়াতে গিয়ে পর্যটকের হারিয়ে ফেলা মোবাইল উদ্ধার করে দিয়েছে ট্যুরিস্ট পুলিশ।
রবিবার (২৩ এপ্রিল) সকাল সাড়ে ৮টার দিকে পর্যটক ইমরান খানের হাতে মোবাইলটি হস্তান্তর করা হয়েছে।
তার আগে সকাল সাড়ে ৭টার দিকে সুগন্ধা পয়েন্টে বেড়াতে গিয়ে ব্যবহারের মোবাইলটি হারিয়ে ফেলেন নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে আসা পর্যটক ইমরান খান।
এসব তথ্য নিশ্চিত করেছেন ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়নের সহকারী পুলিশ সুপার মিজানুজ্জামান।
তিনি জানান, নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে সপরিবারে কক্সবাজার বেড়াতে আসেন পর্যটক ইমরান খান। রবিবার সকালে সুগন্ধা পয়েন্টে ঘুরতে গিয়ে তার হাতের মোবাইলটি অসতর্কতাবশত হারিয়ে ফেলেন। তাৎক্ষণিক ট্যুরিস্ট পুলিশকে বিষয়টি অবগত করেন তিনি।
তারপর বিশেষ অভিযান পরিচালনার মাধ্যমে মোবাইলটি উদ্ধারপূর্বক মালিকের নিকট হস্তান্তর করা হয়েছে।
নিজের হারানো ফোনটি হাতে পেয়ে ট্যুরিস্ট পুলিশের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করেন পর্যটক ইমরান খান।
পর্যটকদের সেবা ও নিরাপত্তায় ট্যুরিস্ট পুলিশ সদা প্রস্তুত বলে জানান সহকারী পুলিশ সুপার মিজানুজ্জামান।
প্রয়োজনে জরুরি সেবা (01320159087) নাম্বারে যোগাযোগের জন্য অনুরোধ জানান তিনি।