কক্সবাজার হচ্ছে আরো একটি ২০০ বেডের আইসোলেশন সেন্টার
করোনা সংক্রমণ রোধে কক্সবাজারে চালু হতে যাচ্ছে আরও একটি ২০০ বেডের আইসোলেশন সেন্টার। কক্সবাজার সাগর পাড়ের সীপ্রিন্স নামের একটি আবাসিক হোটেলে এই আইসোলেশন সেন্টার করা হচ্ছে বলে জানা গেছে।
অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. আশরাফুল আফসার এর সভাপতিত্বে জেলা প্রশাসন সন্মেলন কক্ষে রোববার (৩১ মে) অনুষ্ঠিত এক বিশেষ সভায় এ বিষয়ে চুড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
জানা গেছে কক্সবাজারে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় সংক্রমিতদের পরিবার থেকে আলাদা করে রেখে সংক্রমণ রোধের জন্য এই ব্যবস্থা নেয়া হচ্ছে।
ইতোমধ্যে কিছু আইএনজিও এ বিষয়ে সহযোগিতার আশ্বাস দিয়েছেন এবং ওই হোটেলটি রিকুইজিশন দেয়া হয়েছে বলেও জানা গেছে।
ঘটনাপ্রবাহ: আইসোলেশন, আবাসিক হোটেল, কক্সবাজার
Facebook Comment