parbattanews

কক্সবাজার-১ আসনে আ’লীগ-বিএনপি ও জাপা  প্রার্থীর মনোনয়ন ফরম সংগ্রহ ও দাখিল

চকরিয়া প্রতিনিধি:

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন ৭ প্রার্থী।

মঙ্গলবার বিকাল পর্যন্ত এসব প্রার্থীরা সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন। তাদের মধ্যে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, ওয়ার্কার্স পার্টি, জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএ) ও দুইজন স্বতন্ত্র প্রার্থী রয়েছেন।

এদিকে মঙ্গলবার সকালে মনোনয়ন ফরম সংগ্রহ করার পর বিকালে তা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে জমা দিয়েছেন বিএনপি’র একক প্রার্থী সাবেক সাংসদ অ্যাডভোকেট হাসিনা আহমেদ। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. সাখাওয়াত হোসেন।

বিএনপি’র একক প্রার্থী অ্যাডভোকেট হাসিনা আহমেদ ছাড়া আরও মনোনয়ন ফরম সংগ্রহ করা প্রার্থীরা হলেন- মহাজোটের শরীকদল জাতীয় পার্টি থেকে দলীয় মনোনয়ন পাওয়া বর্তমান সাংসদ হাজী মো. ইলিয়াছ, আওয়ামী লীগ থেকে দলীয় মনোনয়ন পাওয়া চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলার চেয়ারম্যান আলহাজ্ব জাফর আলম, মহাজোটের অন্যতম শরীকদল ওয়াকার্স পার্টির পলিটব্যুরোর সদস্য ও কক্সবাজার জেলা সভাপতি হাজী আবু মো. বশিরুল আলম, জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএ) এর ফয়সাল চৌধুরী এবং দুই  স্বতন্ত্র প্রার্থী তানিয়া আফরিন ও বদিউল আলম। মহাজোটের সাথে আওয়ামী লীগের আসন ভাগাভাগির ব্যাপারে শেষ পর্যন্ত কোন সমজোতা না হলে এসব প্রার্থীদের পাশাপাশি লড়বেন বিএনপির একক প্রার্থী সাবেক সাংসদ অ্যাডভোকেট হাসিনা আহমেদ।

Exit mobile version