parbattanews

কচ্ছপিয়ায় ইতেকাফের মুসল্লিকে খাবার পৌঁছাতে গিয়ে লাশ হলেন স্কুল ছাত্র, ঘাতক আটক

রামুর কচ্ছপিয়ার ইউনিয়নের তিতার পাড়া গিরিংগী মার্কেটের গোদাম মসজিদের পার্শ্বে অবৈধ ডাম্পার গাড়ির ধাক্কায় এক স্কুল ছাত্র নিহত হয়েছে। নিহতের নাম রহিমুল্লাহ (৯)। তার পিতার নাম নুরুল্লাহ। সে তিতার পাড়া গ্রামের বাসিন্দা।

শনিবার (১৬ মে) রাত সাড়ে ৯টার দিকে এই ঘটনা ঘটেছে। এতে, পুলিশ ঘাতক চালককে আটক করেছে।

প্রত্যক্ষদর্শী জানান, ওই অবৈধ ডাম্পারটি ঘটনার সময় তিতার পাড়া এলাকাতে ধান পরিবহনের কাজে নিয়োজিত ছিলো। এক পর্যায়ে নিহত রহিমমুল্লাহ পার্শ্ববর্তী মসজিদে ইতেকাফরত তার চাচাকে রাতের খাবার দিতে গেলে ওই গাড়িটি গোদাম মসজিদের সামনে রহিমুল্লাহকে চাপা দেয়। এতে তার মাথায় মারত্বক আঘাত পান।

ঘটনাস্থলে সে পড়ে থাকতে দেখে ঘাতক চালক পার্শ্ববর্তী কাউকে না দেখার সুযোগে ছেলেটিকে ধানের ঘাস (ক্ষেরখুটা) দিয়ে লুকিয়ে রেখে পালিয়ে যেতে চেষ্টা করলে এলাকাবাসী চালককে ধরে পুলিশে দেন।

ঘঠনাস্থল থেকে শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়।

গর্জনিয়া পুলিশ ফাড়িঁর আইসি পরিদর্শক মো. আনিছুর রহমান জানান, ঘটনাস্থল পরিদর্শন করে, আলামত সংগ্রহ করা হয়েছে। লাশ ময়না তদন্তের প্রস্তুতি চলছে। এতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ওসি আনিস।

রামু থানার ওসি তদন্ত ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের পরিবার চাইলে সংশ্লিষ্ট আইনে মামলা করা হবে।

Exit mobile version