parbattanews

কম্পিউটারে লেখার উপযোগী চাকমা ভাষার ফন্ট উদ্ভাবন

chakm1

নিজস্ব প্রতিনিধি:

ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের নিজস্ব ভাষা সবখানে ব্যবহারের উপযোগী করার অংশ হিসেবে সম্প্রতি কম্পিউটারে লেখার জন্য চাকমা ভাষার ফন্ট উদ্ভাবন করেছেন দুই তরুন। উদ্ভাবকদের দাবি তাদের এই ফন্ট ব্যবহার করে বর্তমানে যে কোন অ্যান্ড্রোয়েড মোবাইল সেটে চাকমা ভাষা লেখা সম্ভব।

তবে শুধু ফন্ট উদ্ভাবন করে কম্পিউটারে ব্যবহার উপযোগী করেই থেমে থাকেননি তারা, সামাজিক যোগযোগ মাধ্যমে তারা ছড়িয়ে দিচ্ছেন নিজের ভাষা। উদ্যোমী দুই তরুণের এমন উদ্ভাবনকে স্বাগত জানিয়েছেন বিশেষজ্ঞরা।

প্রযুক্তি ব্যবহার করে চাকমা ভাষাকে হাতের মুঠোয় নিয়ে এসেছেন পার্বত্য অঞ্চলের দুই তরুণ বিভুতি চাকমা ও জ্যোতি চাকমা। তাদের উদ্ভাবিত রিবেং ইউনি নামে চাকমা সফ্টওয়্যার ব্যবহার করে বর্তমানে যে কোন এ্যান্ড্রয়েড মোবাইল সেটে চাকমা ভাষা লেখা সম্ভব বলে তারা জানিয়েছেন।

এর আগে ২০১২ সালে চাকমা ভাষাটিকে ইউনিকোডে রূপান্তর করেন এই দুই তরুণ। এছাড়া উইন্ডোসের সর্বশেষ ভার্সন উইন্ডোজ ১০-এ চাকমা ফন্টটি যাতে অনায়াসে লেখা যায় সেটিও করেছেন তারা।

সূত্র: দি বুড্ডিস্ট টাইমস

Exit mobile version