সহকর্মীদের পিপিই প্রদান করলেন পানছড়ির ওসি

fec-image

নিজ সহকর্মীদের নিরাপদ রাখতে অফিসার থেকে শুরু করে থানার সকল সদস্যদের পিপিই “পার্সোনাল প্রটেক্টটিভ ইকুইপমেন্ট” (ব্যক্তিগত নিরাপত্তামূলক সরঞ্জাম) প্রদান করেছে পানছড়ি থানার ওসি মো. দুলাল হোসেন।

সোমবার (২৭ এপ্রিল) রাত দশটায় থানা ভবনে ৬২ জন সদস্যর মাঝে পিপিই প্রদান করা হয়।

জানা যায়, ওসির নিজ অর্থায়নে পিপিই’র সাথে মাস্ক ও হ্যান্ড গ্লাভসও দেয়া হয়। যা পেয়ে থানার প্রতিটি সদস্যর মুখে হাসি ফুটেছে।

কোভিড-১৯ এর শুরুতেই পানছড়িকে নিরাপদ রাখতে মাঠে নামে পানছড়ি থানা পুলিশ। তাদের নম্র আচরণ দিয়ে মানুষকে ঘরে ফেরানো, হাট-বাজারে সামাজিক নিরাপদ দুরত্ব বজায় রাখা, দেশের বিভিন্ন শহর থেকে এলাকায় ফেরাদের তালিকা প্রনয়ন, নির্দিষ্ট সময়ে দোকান পাট খোলা বন্ধ করা, খাদ্য নিয়ে হতদরিদ্রদের পাশে দাঁড়ানোসহ নানান কর্মকাণ্ডে ইতোমধ্যে মানুষের মন জয় করেছে পানছড়ি থানা পুলিশ। যার নেতৃত্বে ছিলেন অফিসার ইনচার্জ মো. দুলাল হোসেন।

সহকর্মীদের পাশে দাঁড়িয়ে ওসি যে মহানুভবতার পরিচয় দিয়েছে সেটি একটি দৃষ্টান্ত বলে অনেকে জানিয়েছেন।

ওসি দুলাল হোসেন জানান, আমার সহকর্মীদের নিয়েই আমি। মূলত আমরা একটি পরিবার। পরিবারের সকল সদস্যদের নিরাপদ ও সুস্থ রাখতেই আমার এই সামান্য উপহার। তিনি থানার সকল সদস্যসহ পানছড়ি তথা দেশবাসীর সুস্থতা কামনা করেন।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: কোভিড-১৯, পিপিই
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন