parbattanews

‘করোনা’আতঙ্কে ৩১মার্চ পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে:শিক্ষা উপমন্ত্রী

মহামারী করোনাভাইরাস নিয়ে জনমনে ভয়াবহ পরিস্থিতির জন্য মঙ্গলবার(১৭ মার্চ) থেকে ৩১ মার্চ পর্যন্ত দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা দিয়েছে সরকার।

সোমবার(১৬ মার্চ) শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন।

শিক্ষা মন্ত্রণালয় থেকে এতদিন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের বিষয়ে বলা হয়েছিলো এ বিষয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরামর্শ অনুযায়ী তারা ব্যবস্থা নেবে।

রোববার(১৫ মার্চ) স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, শিক্ষাপ্রতিষ্ঠান খোলা রাখা হবে নাকি বন্ধ রাখা হবে, সেটা একান্তই শিক্ষা মন্ত্রণালয়ের বিষয়।

তবে দেশের অধিকাংশ শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকেরা মত দিয়েছেন, শিক্ষাপ্রতিষ্ঠান দ্রুত বন্ধ করে দেওয়া উচিত। ইতোমধ্যে করোনা–আতঙ্কে স্কুল–কলেজ–বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বড় অংশ ক্লাসে যাওয়া থেকেও বিরত থাকছেন বলে জানা যায়। করোনা আতঙ্কে স্কুল, কলেজ তো দূরে থাক কেউ ঘর থেকেই বের হতে ভয় পাচ্ছেন।

রাজধানীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্র-ছাত্রীর উপস্থিতি একেবারে কম দেখা যায়। করোনা আতঙ্কে অনেক অভিভাবক সন্তানদের স্কুলে পাঠাচ্ছেন না।

সকল দিক বিবেচনায় সর্বশেষ সাময়িক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের ঘোষণায় জনমনে যেন কিছুটা হলেও স্বস্তির আভাস।

Exit mobile version