করোনাভাইরাস:পানছড়িতে নতুন পাঁচ জনের নমুনা সংগ্রহ


পানছড়িতে করোনাভাইরাস সন্দেহে আরো পাঁচ জনের নমুন সংগ্রহ করা হয়েছে।যাদের নমুনা নেয়া হয়েছে তাদের মধ্যে ৪জন নারায়নগঞ্জ ও একজন কুমিল্লা ফেরত।
বৃহস্পতিবার(২৩ এপ্রিল)পানছড়ি উপজেলা স্বাস্থ্য ও প: প: কর্মকর্তা ডা: অনুতোষ চাকমার নির্দেশনায় আরো পাঁচজনের নমুনা সংগ্রহ করা হয়েছে।
পানছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল টেকনোলজিষ্ট (ল্যাবরেটরি) সলিট চাকমার নেতৃত্বে এসব নমুনা সংগ্রহ করা হয়। তার দুই সহযোগি ছিলেন এম.টি.ই.পি.আই ললেন্দ্র ত্রিপুরা ও অফিস সহায়ক সাধন চাকমা।
ডা. অনুতোষ চাকমা জানান, ৮ এপ্রিল থেকে অদ্যবধি পর্যন্ত কোভিড-১৯ সন্দেহজনক ১৩টি নমুনা সংগ্রহ করা হয়েছে। চারটির ফলাফল নেগেটিভ এলেও বাকী ফলাফল এখনো হাতে আসেনি।
কোয়ারেন্টিনগুলোতে বিভিন্ন জায়গা থেকে লোকজন এসেছে বিধায় ধারাবাহিকভাবে সেখান থেকে নমুনা সংগ্রহ অব্যাহত থাকবে। পাশাপাশি সন্দেহজনক হলে পানছড়ি স্বাস্থ্য বিভাগের সাথে যোগাযোগ করলে নমুনা সংগ্রহ করে পরীক্ষাগারে পাঠানো হবে। এ ব্যাপারে তিনি সকলের সহযোগিতা কামনা করেন।