করোনাভাইরাস থেকে শিশুদের নিরাপদ রাখতে ইউনিসেফ’র পরামর্শ

fec-image

বিশ্বে আতঙ্কের নাম এখন করোনাভাইরাস৷ এই ভাইরাসে তিন হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে৷ আক্রান্তের সংখ্যা লাখ ছুঁই ছুঁই৷

চীনের ইউহান প্রদেশ থেকে ছড়িয়ে পড়া এই ভাইরাস থেকে শিশুদের রক্ষার জন্য সতর্কতা ও পরামর্শ দিয়েছে জাতিসংঘের শিশুদের নিয়ে কাজ করা বিশেষ সংস্থা ইউনিসেফ৷

ইউনিসেফ জানাচ্ছে,

করোনা ভাইরাস আক্রান্ত ব্যক্তিকে ছুঁলে বা তার হাঁচি বা কাশিতেই ছড়িয়ে পড়ে করোনা

করোনা ভাইরাস বাতাসে অনেক ঘণ্টা সক্রিয় থাকে৷ তাই অনেক পরেও ওই ভাইরাস শরীরে সংক্রামিত হতে পারে

• করোনায় আক্রান্ত হলে প্রথমে জ্বর, সর্দি-কাশি থেকে শুরু হয়৷ তারপর শুরু হয় শ্বাসকষ্ট
• ধীরে ধীরে নিউমোনিয়া দেখা দেয়।

• রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকলে এই ভাইরাসে মৃত্যু পর্যন্ত হতে পারে৷

শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা সাধারণত একটু কম হয়৷ তাই শিশুদের বিষয়ে সচেতন থাকতে হবে একটু বেশি। যা করতে হবে:

• বারবার সাবান দিয়ে হাত ধুতে হবে ।

• নাক ও মুখ ঢেকে রাখতে মাস্ক ব্যবহার করুন।

• পরিবারে কারো জ্বর হলে শিশুকে দূরে রাখুন।

• আর শিশুর জ্বর, সর্দি, কাশি বা শ্বাসের সমস্যা হলে ডাক্তার দেখান৷

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: ইউনিসেফ, করোনভাইরাস, শিশু
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন