parbattanews

করোনাভাইরাস প্রতিরোধে কাজ করছে পানছড়ির জাগো সংগঠন

করোনাভাইরাসমুক্ত পানছড়িতে হঠাৎ করোনার হাতছানি। তারপরও সচেতনতা জাগেনি কারোর মাঝে। অবাধে বিচরণ আর বাজারের অলি-গলি রয়েছে জমজমাট। সবাই যেন করোনা জয় করেই মাঠে নেমেছে। কিন্তু ব্যতিক্রমী সেবা নিয়ে মাঠে রয়েছে সামাজিক “ জাগো সংগঠন”।

তালুকদারপাড়া মুখে অবস্থিত এই সংগঠনটি একটি প্রগতিশীল, সাংস্কৃতিক, সামাজিক ও ক্রীড়া সংগঠন। সংগঠনের নেতৃবৃন্দ ও সকল সদস্যরা করোনার মহামারীর শুরু থেকেই নানান ভুমিকা রেখে আসছে। আজো অব্যাহত রয়েছে তাদের সেবা।

শুক্রবার (১৫ মে) সকাল থেকে তারা চালিয়ে যাচ্ছে কার্যক্রম। যার মাঝে ছিল সামাজিক নিরাপদ দুরত্ব বজায় রাখতে মাইকিং, জীবানুনাশক স্প্রে ও জনসচেতনতা মুলক লিপলেট বিতরণ।

সংগঠনের নেতৃবৃন্দরা জানান, আমরা সবাই মিলে একটি পরিবার। পরিবারের সকল সদস্যরা শুরু থেকেই কাজ করে আসছে। পানছড়িকে সুন্দর ও সচেতন রাখতে জাগো সংগঠন সব সময় জাগ্রত আছে বলে তারা জানায়।

Exit mobile version