করোনার টিকা না নেওয়ায় ইন্দোনেশিয়া সফর বাতিল বাংলাদেশের


সব ফুটবলারের করোনা ভ্যাকসিনের দুই ডোজ টিকা না নেওয়া থাকায় আগামী সপ্তাহে হতে যাওয়া ইন্দোনেশিয়া সফর বাতিল করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন।
বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে ইন্দোনেশিয়া সফর বাতিল হয়ে যাওয়ার কথা নিশ্চিত করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। আগামী ২৪ ও ২৭ জানুয়ারি স্বাগতিকদের বিপক্ষে দুটি ম্যাচে মাঠে নামার কথা ছিল লাল-সবুজ জার্সিধারীদের।
সফরে না যাওয়া নিয়ে বিজ্ঞপ্তিতে দেশের সর্বোচ্চ ফুটবল নিয়ন্ত্রক সংস্থা বাফুফে জানিয়েছে, ‘ফুটবল অ্যাসোসিয়েশন অব ইন্দোনেশিয়া হতে জানানো হয়, ইন্দোনেশিয়ায় প্রবেশের ক্ষেত্রে সকল খেলোয়াড় ও টিম অফিসিয়াল প্রত্যেকের কোভিড-১৯ দুটি ডোজ টিকা নেওয়া বাধ্যতামূলক। বর্তমানে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের প্রাথমিক নামের যে তালিকা রয়েছে, সেখানে কিছু খেলোয়াড়ের দুই ডোজ টিকা নেওয়া থাকলেও কিছু সংখ্যক খেলোয়াড়ের অদ্যাবধি কোভিড-১৯ টিকার এক ডোজ এবং কিছু সংখ্যক খেলোয়াড় কোনো ডোজ টিকা গ্রহণ না করায় উক্ত দুটি ফিফা টায়ার-১ ম্যাচে বাংলাদেশের অংশগ্রহণ করা সম্ভব হচ্ছে না।’
ন্যাশনাল টিমস কমিটির চেয়ারম্যান ও বাফুফে সহ-সভাপতি কাজী নাবিল আহমেদ এক ভিডিও বার্তায় বলেছেন, ‘(ইন্দোনেশিয়া সফরকে সামনে রেখে) যে খেলোয়াড় তালিকা করা হয়েছে, সেখানে ১৫ জনের দুই ডোজ টিকা দেওয়া আছে। সাত জনের এক ডোজ দেওয়া আছে ও বাকি ছয় জনের কোনো টিকা দেওয়া নেই। এ কারণে আমরা যেতে পারছি না।’
বিজ্ঞপ্তিতে বাফুফে আরও জানিয়েছে, শিগগিরই ফুটবলারদের দুই ডোজ টিকা নেওয়ার ব্যবস্থা করা হবে, ‘বাংলাদেশ জাতীয় ফুটবল দল ও বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দলের সমন্বয়ে ৪০-৫০ জন খেলোয়াড়ের একটি তালিকা তৈরি করে অতি শীঘ্রই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে স্বাস্থ্য অধিদপ্তরের সঙ্গে আলোচনার মাধ্যমে উক্ত খেলোয়াড়দের কোভিড-১৯ টিকার দুই ডোজের আওতায় আনা হবে।’