করোনার দ্বিতীয় ডোজ টিকা নেয়ার নিয়ম

fec-image

৮ এপ্রিল থেকে করোনাভাইরাসের ২য় ডোজ টিকা দেয়া হচ্ছে।

? ১ম ডোজের টিকা নিয়ে থাকলে, ৮ সপ্তাহ পর মোবাইল মেসেজ পেলে নির্দিষ্ট কেন্দ্রে যেয়ে ২য় ডোজের টিকা নিতে টিকার কার্ডসহ চলে আসুন।

? কোনো কারণে মোবাইলে মেসেজ না পেলেও ৮ সপ্তাহ পূর্ণ হবার পর নির্দিষ্ট কেন্দ্রে যেয়ে ২য় ডোজের টিকা গ্রহণ করা যাবে।

? যারা ২৭-২৮ জানুয়ারি ও ৭-৮ ফেব্রুয়ারি ১ম ডোজ টিকা নিয়েছেন, তার কোনো এসএমএস না পেলেও নির্ধাতি টিকা কেন্দ্রে টিকার কার্ডসহ আগামী ৮ এপ্রিল ২য় ডোজ নিতে চলে আসুন।

? একই সাথে ১ম ডোজের টিকা প্রদানও চলমান রয়েছে। তাই ১ম ডোজ টিকা নেওয়ার জন্য অনলাইন রেজিস্ট্রেশন করুন, আপনার নির্ধারিত দিনে নির্ধারিত কেন্দ্রে টিকা নিন।

? আসুন জরুরি প্রয়োজনে বাইরে গেলে নিয়ম মেনে মাস্ক পরি। একে অপর থেকে অন্তত ৩ ফুট দূরত্ব বজায় রাখি, সাবান-পানি দিয়ে ২০ সেকেন্ড ধরে ঘন ঘন হাত ধুই।

? সঠিক তথ্যের প্রয়োজনে ৩৩৩, ৯৯৯ অথবা ১৬২৬৩ হেল্প লাইনে ফোন করুন।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: করোনা, টিকা, দ্বিতীয় ডোজ
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন