করোনায় আক্রান্তের সংখ্যা প্রায় ৫৫ কোটি ছাড়িয়েছে

fec-image

মহামারী করোনাভাইরাসে ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা ৫৪ কোটি ৮০ লাখ ছাড়িয়ে গেছে। আর মৃতের সংখ্যা দাড়িয়েছে ৬৩ লাখ ৫০ হাজারের কাছাকাছি।

ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, শনিবার সকাল সাড়ে ১০টা পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫৪ কোটি ৮২ লাখ ৪৩ হাজার ২২ জন। মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৬৩ লাখ ৪৯ হাজার ৪৫৬ জন। আর মোট সুস্থ হওয়া মানুষের সংখ্যা ৫২ কোটি ৩১ লাখ ৯৬ হাজার ১৭৩ জন।

এ পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে আট কোটি ৮৭ লাখ আট হাজার ৭০৩ জন। মোট মারা গেছেন ১০ লাখ ৪০ হাজার ৬৪১ জন।

আক্রান্তে দ্বিতীয় এবং মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন চার কোটি ৩৩ লাখ ৮১ হাজার ৬৪ জন। মৃত্যু হয়েছে পাঁচ লাখ ২৪ হাজার ৯৭৪ জনের।

আক্রান্তে তৃতীয় ও মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে এখন পর্যন্ত মোট সংক্রমিত হয়েছেন তিন কোটি ২০ লাখ ৩০ হাজার ৭২৯ মানুষ। ছয় লাখ ৭০ হাজার ২৮২ জন মারা গেছেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন